আজ - রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ১০:১৪

বড় ভাইয়ের ব্যাটের আঘাতে ছোটভাই হাসান জীবনমৃত্যুর সন্নিকটে

যশোরের ঝিকরগাছায় বড় ভাইয়ের ক্রিকেট ব্যাটের আঘাতে ছোটভাই আল হাসান (১৫) জীবনমৃত্যুর সন্নিকটে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ঝিকরগাছার গাজীর দরগায় এতিমখানা মাদ্রাসা মাঠে। সে ওই এলাকার মৃত সোহাগ গাজীর ছেলে। বর্তমানে সে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মাদ্রাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হাসান ও হুসাইন দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই হোসাইন তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে হাসানের মাথায় আঘাত করে। এ সময় সে গুরুতর আহত হলে তিনি তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, তার মাথায় গভীর ক্ষতর চিহ্ন রয়েছে। ২৪ ঘন্টা পার না হলে তাকে আশঙ্কমুক্ত বলা যাচ্ছে না।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত