আজ - শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৪:০৩

ঢাকায় পড়বে না আবরারের ছোট ভাই!

কুষ্টিয়া প্রতিনিধি : আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ আর ঢাকায় পড়তে চায় না। সে ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। মঙ্গলবার ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিয়েছে ফায়াজ।

পরিবার সূত্রে জানা যায়, ফায়াজ কুষ্টিয়া সরকারি কলেজে পড়বে। কুষ্টিয়াতে ফিরে
তাকে কুষ্টিয়া সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি করা হবে।

কুষ্টিয়া সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে আসন শূন্য থাকায় আসামাত্রই ফায়াজকে ভর্তি করানো হবে বলে জানান কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদির ।

উল্লেখ্য গত ৬ অক্টোবর শেরেবাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট ছাত্রলীগের একদল নেতা-কর্মী। আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। ভাইয়ের এ ঘটনার পর আবরার ফায়াজ ঢাকায় পড়তে অনীহা প্রকাশ করে। ১২ অক্টোবর কুষ্টিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের সে জানায়, ভাইকে হারিয়ে সে একা হয়ে পড়েছে। ভাই তার সব বিষয়ে খেয়াল রাখত। ভাই নেই, তাই সেও ঢাকায় থাকবে না।

আরো সংবাদ