আজ - শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৪:৪১

মরহুমা রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত।

জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ জুয়েল এমপি, শেখ সোহেল, শেখ রুবেল, শেখ বাবুর মাতা এবং শেখ তন্ময় এমপির দাদি মরহুমা রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনা করে বনানী কবর স্থান জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে মরহুমা সহ বঙ্গবন্ধু পরিবারের যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়ার দরখাস্ত করে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা গতকাল স্মৃতি চারন করে বলেছেন, “পচাত্তরের পনের আগস্ট বঙ্গবন্ধু, আমার চাচা সহ বঙ্গবন্ধু পরিবারের আঠারো জন্য সদস্যের হত্যাকাণ্ডের পরে আমাদের পরিবারের সবচেয়ে বেশি কষ্ট করেছেন, সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণা সহ্য করেছেন আমার একমাত্র চাচি বেগম রিজিয়া নাসের। হত্যাকাণ্ডের সময় তিনি অন্তঃসত্তা ছিলেন।  তিনি স্বামীর মুখখানা একবার দেখার জন্য খুলনা থেকে টুঙ্গিপাড়ায় যান কিন্তু তিনি দেখতে পারেননি, সেখানে তাকে ঢুকতে দেওয়া হয়নি, এদিকে ফিরে আসার পরে খুলনার বাড়িতেও ঢুকতে দেওয়া হয় না। আমার চাচার ব্যবসা, ব্যাংকের হিসাব বন্ধ করে দেওয়া হয়।  ছোট ছোট সন্তানদের নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নেন তিনি। হেলাল তখন ক্যাডেট কলেজের ছাত্র ছিল সেখানে ওকে হত্যা করার চেষ্টা করা হয়। কলেজের প্রিন্সিপাল ওকে সেভ করেন। এদিকে জুয়েল, মিনা, রুনা এদের স্কুলের ভর্তি বাতিল করে দেওয়া হয়।  মানসিক এবং অর্থনৈতিকভাবে অত্যাচার করা হয় বঙ্গবন্ধু পরিবারের যারা বেচে যাওয়া সকল সদস্যকে। “

পরিশেষে তিনি বঙ্গবন্ধু পরিবারের সকলের জন্য দোয়া চান।

আরো সংবাদ