আজ - শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৭:৪৮

দূর্গাপুজায় খাদ্য ও বস্ত্র বিতরণ করলেন শাহরুল ইসলাম

নিজেস্ব প্রতিবেদক :: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গা পুজা। মহা ধুমধামে ছেলে থেকে বুড়ো,কিশোর,কিশোরী অথবা বৌ- ঝিঁ সবাই মেতেছে পুজোর আমেজে।মৃৎ শিল্পীদের অপরুপ সাজে মন্দিরে, মন্ডপে প্রতিমাগুলিকে সাজানো হয়েছে । রং বেরঙের লাইটিং আর বড়বড় গেট জানান দিচ্ছে মা দুর্গার উপস্থিতি। ঠিক তখনই প্রতিবছরের ন্য়ায় এবছরেও যথা সময়ে পুঁজোর আনন্দকে বহুগুন বাড়িয়ে তুলতে এগিয়ে আসলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান শাহরুল ইসলাম।

রবিবার যশোর সদর উপজেলাধীন আরবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে হিন্দু সম্প্রদয়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পুজা উপলক্ষে প্রায় ২৬০ জন হিন্দু ধর্মাবলম্বী মানুষের মাঝে শাড়ী, লুঙ্গি, ধুতি, সহ বিভিন্ন খাদ্য উপকরণ বিতরণ করেন আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরুল ইসলাম।

শারদীয় দুর্গাপুজা উপলক্ষে খাদ্য ও বস্ত্র বিতরনী অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন
যশোর জেলা পুজা উযাপন পরিষদের সভাপতি শ্রী অসিম কন্ডু সহ ০৯ নং আরবপুর ইউনিয়ন পরিষদের সচিব এবং ইউ পি সদস্য বৃন্দ।

বিতরণের সময় খানজাহান আলী 24/7 নিউজ প্রতিনিধির সাথে দুর্গাপুরের ৭০ বছরের প্রবীন সন্ধা রানীর কথা হলে সন্ধা রানী ভাঙ্গা ভাঙ্গা কন্ঠে জানান, “ শাহারুল আমার ছেলের মত আজ ১০ বছরের বেশি বড় পূজোয় শাহারুল শাড়ি কাপড় টাকা বাড়িতে পাঠিয়ে দেয় এবং আমাদের মন্দিরে শাহারুল প্রত্যেক বছর অর্থ সহায়তা করেন ঠাকুর শাহারুলকে বাচিয়ে রাখুক ”

পুজো শুরু হওয়ার পর থেকেই শাহারুল ইসলাম বিভিন্ন পুজো মন্দিরে গিয়ে সার্বিক খোজ খবর রাখছেন। এ বিষয়ে তিনি বলেন, “ধর্ম যারযার উৎসব সবার। প্রতিবছরের ন্যায় এবারও আমার ইউনিয়নের হিন্দু সম্প্রদয়ের মানুষের উৎসবে পাশে থাকতে পেরে আমি খুশি। পাশাপাশি বিভিন্ন মন্দিরের পূজা উৎযাপন কমিটির নের্তৃবৃন্দদের সাথে কুশল বিনিময় করেন শাহারুল ইসলাম।

আরো সংবাদ