আজ - বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - ভোর ৫:৪১

পেন ফাউন্ডেশনের উদ্যোগে ঝিকরগাছায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

ঝিকরগাছা(যশোর)প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান “স্বপ্নলোকের পাঠশালা” এর শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যশোরস্থ ঝিকরগাছা কল্যান সমিতির উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ঝিকরগাছার সামাজিক সংগঠন ‘পেন ফাউন্ডেশন’। আজ শনিবার(২৩ জানুয়ারি) বিকালে সংগঠনটির পক্ষ থেকে ৬৫ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া সংগঠনটির পক্ষ থেকে “রুপান্তর হস্তশিল্প” নামের একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারী এম এম কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মোমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা এবিএম আক্তারুজ্জামান, দৈনিক কালেরকন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি এম আর মাসুদ, কপোতাক্ষ হজ্ব গ্রুপ এর পরিচালক মঞ্জুরুল আলম নোমান, জে.ডি.ও এর নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির। স্বাগত বক্তব্য রাখেন স্বপ্নলোকের পাঠশালা’র প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ। পেন ফাউন্ডেশন ও স্বপ্নলোকের পাঠশালার সভাপতি সাহিত্যিক ও গবেষক সফিয়ার রহমান এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ইকবল আহমেদ রবি, সামাজিক সংগঠন সেবা’র সভাপতি আশরাফুজ্জামান বাবু, ঝিকরগাছা উপজেলা পরিষদের সিএ এবং পেন ফাউন্ডেশন ও স্বপ্নলোকের পাঠশালার উপদেষ্টা ইমদাদুল হক ইমদাদ, সাবেক উপজেলা নির্বাচন কর্মকর্তা বাবু স্বপন কুমার ঘোষ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেলটর দুলাল দেবনাথ প্রমূখ

উল্লেখ্য ১৯৯১ সাল থেকে পেন ফাউন্ডেশন ঝিকরগাছার আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দারিদ্য বিমোচন, শিক্ষিত জাতি গঠনে সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহ নানামুখী কর্মকান্ডের জন্য তারা ঝিকরগাছায় বারবার প্রশংসিত হয়েছেন।

আরো সংবাদ