আজ - শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১২:০৭

শার্শায় মহান স্বাধীনতা দিবস উদযাপন


যশোরের শার্শা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

শুক্রবার (২৬শে মার্চ) শার্শা উপজেলা চত্বরে কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন। সকালে এ অনুষ্ঠানে পুলিশ, আনসার-ভিডিপি,ফায়ার সার্ভিস উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বয়েজ স্কাউট, গার্লস গাইডরা কুচকাওয়াজে অংশহগ্রহণ করে। বেলুন ও কবুতর উড়িয়ে প্রধান অতিথি হিসাবে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন শার্শার সাংসদ শেখ আফিল উদ্দিন।

এ সময় কুচকাওয়াজে অংশগ্রহণকারী প্রশাসন ও বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এমপি শেখ আফিল উদ্দিন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসন। মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেষ্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠান শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।সবার আগে সব নিউজ কুয়াকাটা নিউজে চোখ রাখুন।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান, ওসি অপারেশন আজিজুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, রাজনৈতিক, সাংবাদিক,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সহ উপজেলার ১১টি ইউনিয়নের মুক্তিযোদ্ধারা।

আরো সংবাদ