আজ - রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ১০:৫৭

অনুপ্রবেশকারী, হাইব্রিড নেতাকর্মীদের প্রয়োজন নেই: শেখ হেলাল।

মুনতাসির মামুন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি বলেছেন, ‘যেসব নেতা চাকরির কথা বলে টাকা নেবে তাদের দল থেকে সরাসরি বহিষ্কার করা হবে। দেখা গেছে কোনও ইউনিয়নে একজন আওয়ামী লীগ কর্মীর ছেলে চাকরি পায় না, সেখানে অন্য দলের নেতাদের ছেলেরা টাকার জোরে চাকরি পায়, এটা দুঃখজনক। এটা আর হতে দেওয়া হবে না। ’

সোমবার (২০ মে) দুপুরে বাগেরহাট জেলা পরিষদের অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হেলাল বলেন, ‘দলের হাইব্রিড নেতারা ত্যাগী নেতাদের মূল্যায়ন করে না। তারা অন্য দল থেকে এসে কারও ওপর ভর করে আওয়ামী লীগের সব সুযোগ-সুবিধা নিচ্ছে। এটাও আর হতে দেওয়া হবে না। অন্য দলের নেতাকর্মীদের আর দলে আনার প্রয়োজন নেই। তাদের ছাড়াই আমরা ক্ষমতায় এসেছি। আগামীতেও তাদের ছাড়াই আমরা চলতে পারবো। ’

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে শেখ হেলাল বলেন, ‘আপনারা জাতির পিতার আদর্শে বিশ্বাস করেন বলেই বাংলাদেশের গ্রামেগঞ্জে আওয়ামী লীগের ঘাঁটি গড়ে উঠেছে। এই ঘাঁটিকে টিকিয়ে রাখতে হবে। আওয়ামী লীগের সংগঠন আরও শক্তিশালী হলে অন্য দলের রাজনীতি এদেশ থেকে হারিয়ে যাবে। ’

তিনি আরও বলেন, ‘অক্টোবরে জাতীয় কাউন্সিল সামনে রেখে আগামী সেপ্টেম্বরের মধ্যেই ওয়ার্ড, থানা ও মহানগরের সম্মেলন শেষ করতে হবে। সেভাবেই সবাইকে প্রস্তুতি নিতে হবে। ’

সভায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক, কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুসহ অনেকে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত