আজ - বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১:১১

অপারেশন করা অবস্থায় ভূয়া ডাক্তার আটক।

যশোরের কেশবপুরে বিশেষজ্ঞ ডাক্তার না হয়েও অপারেশন করাকালীন ধরা পড়ায় ফিরোজ কবীর নামে এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে (সেকমো) ভ্রাম্যমাণ আদালত কারাদন্ড প্রদান করা হয়েছে।

শনিবার রাতে কেশবপুর শহরের কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকে এ ঘটনা ঘটে। ভুয়া পরিচয়ে অপারেশন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ তাকে দুই মাসের কারাদন্ড প্রদান করেন। ফিরোজ কবির উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) হিসেবে রয়েছেন। তিনি বিশেষজ্ঞ চিকিৎসা কর্মকর্তা না হওয়া স্বত্ত্বেও দীর্ঘদিন ডাক্তার পরিচয়ে অপারেশন করে আসছিলেন।
জানা গেছে, শনিবার রাতে পৌর শহরের কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকে সেকমো ফিরোজ কবির হার্নিয়া আক্রান্ত লুৎফর রহমান নামে এক রোগীকে অপারেশন করছিলেন। গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একদল ডাক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে এসে অপারেশন করাকালীন তাকে হাতেনাতে ধরেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, ভুয়া পরিচয়ে অপারেশন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ফিরোজ কবিরকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ ছাড়া হার্নিয়া অপারেশন করা ওই রোগীকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, রোববার ফিরোজ কবীরকে যশোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত