আজ - বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ২:৫৯

অসুস্থ তোফায়েল হাসপাতালে!

  • জ্যেষ্ঠ প্রতিবেদক, অসুস্থ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সত্তরোর্ধ্ব তোফায়েল বুকের নিচের দিকে ব্যথা অনুভব করায় বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেওয়া হয় বলে স্কয়ার হাসপাতালের কার্ডিওলোজি বিভাগের চিফ কনসালট্যান্ট ডা. মো. তৌহিদুজ্জামান জানিয়েছেন।

তিনি শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরীক্ষায় সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েলের রক্তে সংক্রমণ ধরা পড়েছে।

“তার অবস্থা উন্নতির দিকে। তার পুরোপুরি জ্ঞান আছে, কথা বলতে পারছেন। রক্তচাপ ও পালসও ঠিক আছে।”

সংসদ সদস্য তোফায়েল আহমেদ ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত