আজ - বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১২:১৮

বৃহস্পতিবার মাঝরাতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘তিতলি’

ফরিদপুর, খুলনা, পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে বয়ে যেতে পারে ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার বেগে।

সাগর শাহরিয়ার : বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তিতলি। কেন্দ্রের কাছে ঘণ্টায় গতিবেগ ৬২ থেকে আটাশি কিলোমিটার।

মঙ্গলবার বিকেলে তিতলির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৯১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম, মোংলা থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণ- দক্ষিণ পশ্চিম এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৬০ কিলোমিটার দক্ষিণ- দক্ষিণ পশ্চিমে।

আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার মধ্যরাতে আঘাত হানতে পারে তিতলি। ঘুর্ণিঝড় দুর্বল হয়ে পড়লে নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। ফরিদপুর, খুলনা, পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে বয়ে যেতে পারে ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ।

উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আরো সংবাদ