আজ - সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৫৯

আব্দুর রাজ্জাক কলেজগেটে ছাত্রসংঘর্ষ, চটপটি বিক্রেতা ছুরিকাহত

বিশেষ প্রতিনিধঃ যশোর শহরের ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজগেটের সামনে ছাত্রদের দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে কামরুল ইসলাম (৩৫) নামে এক চটপটি বিক্রেতা ছুরিকাহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

আহত কামরুল শহরের নেতাজী সুভাষচন্দ্র রোড এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি জানান, সন্ধ্যার দিকে কলেজগেটের সামনে ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ছাত্ররা তার চটপটির ভ্যান থেকে প্লেটসহ অন্যান্য জিনিসপত্র ছুড়ে ফেলে। প্রতিবাদ করলে কয়েকজন তাকে ছুরি মারে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, আহতের বুক, পিঠসহ একাধিকস্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতয়ালী থানার ওসি অপূর্ব হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত