আজ - বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১২:২৩

আমার গোছানো মাঠে খেলতে আসলে জবাব দিবে কর্মীরা: শাহিন || দালাল হটিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে : শাহারুল

মুনতাসির মামুন,যশোর: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে যশোরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের দড়াটানায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খয়রাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় শাহীন চাকলাদার বলেন, আমি কখনো দলের বিরুদ্ধে যায় নাই। সর্বশেষ সংসদ নির্বাচনে ৬টি আসনে নৌকার মার্কার বিজয় উপহার দিয়েছি। আমি নিজে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগের বর্ধিত সভা করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করেছি। নিজ দায়িত্বে দলের প্রার্থীর পক্ষে কাজ করেছি। সব প্রার্থী জয়ী হয়েছে। আগামি ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনেও সদর আসনে নৌকার প্রার্থী জয়ী হবে। সেইভাবেই সংগঠন গড়েছি।আমার গোছানো মাঠে কেউ খেলতে আসলে জবাব দিবে কর্মীরা শাহীন চাকলাদার আরও বলেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কর্মী। বঙ্গবন্ধু স্বস্তি ও শান্তির কথা বলেছেন। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা মানুষকে শান্তি ও স্বস্তি দিয়েছেন। জনগণ শেখ হাসিনার পাশে আছে। জনগণ শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে। আগামি ৪১সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। উন্নয়নের অগ্রযাত্রায় দলীয় নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান।

যশোর জেলা আওয়ামীলের সদস্য ও যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক আরবপুর ইউ পি চেয়ারম্যান শাহারুল ইসলাম বলেন ৭ই মার্চের বঙ্গুবন্ধুর ভাষন ছিলো বীর বাঙ্গালীর একটি টনিক সেই টনিক আমাদের মাঝে ধারন করে দালাল হটিয়ে তৃতীয় বারের মত নৌকার বিজয় তথা শাহিন চাকলাদার কে জিতিয়ে আনতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। সদর উপজেলারে ১৫ টি ইউনিয়নের চেয়ারম্যান শাহিন চাকলাদারের নৌকা কাঁধে নিয়ে ৩১ তারিখ বিজয় ছিনিয়ে আনবে ইনশাল্লাহ্।

আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাদির, প্রচার সম্পাদক মুজিবুদ্দৌল্লাহ সরদার কনক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. এমএ বাশার, দপ্তর সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, সদস্য আমিরুল ইসলাম রন্টু,  উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল , জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী, সাধারণ সম্পাদক ছালছাবিল আহমেদ জিসান প্রমুখ।

আরো সংবাদ