আজ - সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৩৬

আরবপুরে তুচ্ছ ঘটনায় আধিপত্য বিস্তার- হত্যার হুমকি, থানায় জিডি।

যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার আরবপুরে তুচ্ছঘটনাকে কেন্দ্রকরে আধিপত্যে টানাপোড়েন ধরেছে । এক ইউপি সদস্যকে লাঞ্ছিত করছে অপর ইউপি সদস্য। হত্যার হুমকি সহ নানা ভাবে দেখানো হচ্ছে ভয়ভীতি।
সূত্র জানায়, পাঁচবাড়িয়া থেকে আজাদ, আকাশ, আসাদ সহ আরো ৪/৫ জন একটি ছাগল চুরি করে মহাদেবপুরে বিক্রি করে দেয়।
তারপর খোঁজখবর করা হলে ছাগলের হদিস মেলে এবং আরবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য আশরাফুল সালিসি মিমাংসার মাধ্যমে ছাগলটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেন।

কিন্তু বিপত্তি বাঁধে আধিপত্যে, হটাৎ করেই একই ইউনিয়নের ইউপি সদস্য শহীদুল ইসলাম শহীদ আশরাফুল কে বলেন, তোর সালিস হয়নি আগামি কাল বালিয়া ভেকুটিয়ার শহীদ মোড়ে সালিস হবে, এসময় গুলি করে হত্যার হুমকিও দেয়া হয় আশরাফ কে। আশরাফকে ছাগলচোর আখ্যা দিয়ে লাঞ্ছিতও করে শহীদ।

পরে মঙ্গলবার, নিজের জীবনের নিরাপত্তা চেয়ে কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেছেন আশরাফ।

স্থানীয় সূত্র জানায়, আশরাফ জেলা আ’লীগ সম্পাদক শাহিন চাকলাদার সমর্থক এবং শহীদ এমপি নাবিল সমর্থক। এমপি গ্রুপের আধিপত্য প্রতিষ্ঠার জন্য শহীদ মেম্বার অনেকদিন যাবৎ এরকম অপকর্ম চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত