আজ - শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১:১৯

আ’লীগের কোন কর্মী আক্রান্ত হলে তাঁকে ছাড় দেয়া হবেনা : শাহিন চাকলাদার।

মুনতাসির মামুন (জেষ্ঠ প্রতিবেদক): কারো দ্বারা আ’লীগের কোন কর্মী আক্রান্ত হলে তাঁকে ছাড় দেয়া হবেনা । আজ শনিবার বিকালে যশোর জেলার চৌগাছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা আ’লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুশিয়ারি প্রদান করেন যশোর জেলা আ’লীগ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহিন চাকলাদার।

জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় এসএম হাবিবের তত্ত্বাবধায়নেই চৌগাছা আ’লীগ পূর্বের মতই চলবে । এখানে এসে কেউ বিশৃংঙ্খলা তৈরির সৃষ্টি করলে
চৌগাছা আ’লীগ কে প্রশ্নবিদ্ধ করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে
ফেলার পরিকল্পনা যদি কেউ করে থাকে তাঁর বিরূদ্ধে সংগঠনের পক্ষথেকে কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে । ইতপূর্বে যা কখনো করা হয়নি।

উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নিজ নিজ দায়িত্ব পালন করবেন। কেউ কারো সীমা লঙ্ঘন করবেন না। রাজনৈতিন প্রবীন ব্যক্তিত্বদের অসম্মান হয় এমন কোন কাজ নব নির্বাচিত জনপ্রতিনিধিরা করবেন না।

বঙ্গবন্ধুর সংগঠনে যদি নিজেদের কোন্দলের কালিমা লেপন আপনারাই করেন তাহলে জামাত বিএনপি সুযোগ নেবে। দলের মধ্যে বিশৃংঙ্খলা সৃষ্টি হবে। আ’লীগের যারাই আছেন তাঁরা ভাই ভাই। কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন । খেয়াল রাখবেন আমাদের যেন বদনাম না হয়। এছাড়াও উপজেলা নির্বাচনের বিভিন্ন দিক এবং কর্মীদের আশা প্রত্যশা হতাশা সব দিক নিয়ে ব্যাপক আলোচনা করেন শাহিন চাকলাদার।

চৌগাছা উপজেলা আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা এসএম হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন যশোর-২ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাছির উদ্দিন , ঝিকরগাছা উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মনিরুল ইসলাম , ঝিকরগাছা উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান সেলিম রেজা যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু প্রমুখ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত