আজ - রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ৯:২৯

আ’লীগ যা দেখেনি আগে! ৬ নৌকার ৭২ প্রার্থী! চলছে প্রচারণাও। ভীড় কম যশোর তিনে।

স্টাফ রিপোর্টার,যশোর।।: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হতে যশোর জেলা থেকে আওয়ামী লীগের ৭২ নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা নেওয়া হয়। যশোরের ছয়টি আসনের বর্তমান সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যানদের পাশাপাশি ইউপি চেয়ারম্যানও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া তালিকায় আছেন শিল্পপতি, সাবেক সেনা কর্মকর্তা, সরকারি আমলাও।যাদের মধ্যে থেকে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনের জন্য ছয়জনকে নৌকা প্রতীক বরাদ্দ দেবেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। ১৪ নভেম্বর প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। গত শুক্রবার (৯ নভেম্বর) শুরু হয়ে সোমবার (১২ নভেম্বর) পর্যন্ত চলে এই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম। যশোর-১ আসন থেকে মনোনয়ন প্রাপ্তির আবেদনপত্র জমা দিয়েছেন সাত জন। এদের মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, পাসপোর্ট ও ইমিগ্রেশনের সাবেক মহা-পরিচালক মুক্তিযোদ্ধা আব্দুল মামুদ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুজিবুদ্দৌলা সরদার কনক, শার্শার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, সুপ্রিম কোর্টের আইনজীবী একেএম আখতারুল কবীর ও শাহজাহান গোলদার।

যশোর-২ আসন (ঝিকরগাছা-চৌগাছা) থেকে মনোনয়নপত্র জমা পড়েছে ১৫টি। নৌকা প্রতীকের জন্য আবেদনকারীদের মধ্যে আছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী রায়হান, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম হাবিব, মেজর জেনারেল (অবঃ) নাসিরউদ্দিন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা আনোয়ার পাশা, ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম, সাবেক মন্ত্রী মোস্তফা ফারুকের স্ত্রী মমতাজ ফরুক, মোস্তফা শরীফ মোহাম্মদ, সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য মাজাহারুল ইসলাম প্রিন্স, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, অ্যাড. এবিএম আহসানুল হক আহসান, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী ও অধ্যক্ষ হারুণ-অর-রশিদ।

যশোর-৩ আসন (সদর) থেকে বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার, সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটো, অ্যাড. রবিউল হক সুজা, এহতেশাম ফিরোজ আলম ও সাইফউদ্দিন সাইফ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যশোর-৪ আসন (বাঘারপাড়া-অভয়নগর) থেকে মনোনয়পত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য রনজিত কুমার রায়, সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এনামুল হক বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল ইসলাম কাজল, কৃষকলীগ নেতা আমজাদ হোসেন, সরদার অলিয়ার রহমান, শাহ্ ফরিদ জাহাঙ্গীর , নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর রবিন অধিকারী ব্যাচা, সোলাইমান হোসেন, আলমগীর হোসেন রাজিব, ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন ও শেখ হাসিনা পরিষদের নেতা সজিব ইখতেখার, বিভাষ চন্দ্র বিশ্বাস, এসএম জাকির, আব্দুল কবির খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নূরজাহান ইসলাম নিরা, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান লাইজু জামান, রকিবুল আনোয়ার।

যশোর-৫ আসন (মণিরামপুর) থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট পীযূষ কান্তি ভট্টাচার্য, বর্তমান সংসদ সদস্য স্বপন কুমার ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সদস্য জয়দেব নন্দী, জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের স্ত্রী ডা. জেসমিন আরা বেগম, সাবেক ছাত্র নেতা কামরুল হাসান বারী, মুক্তিযোদ্ধা এসএম ইউনুস আকবর, মাহফুজা আক্তার পলি, নিতাই কুমার বৈরাগী ও এসএম ইয়াকুব আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যশোর-৬ আসন (কেশবপুর) থেকে মনোনয়ন চেয়েছেন বর্তমান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন, সহ-সভাপতি এইচএম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হোসাইন মোহাম্মদ এরশাদ, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজী রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, ডা. তাপস কুমার দাস, বিশিষ্ট শিল্পপতি শেখ আব্দুর রফিক, আব্দুল মান্নান ও এসএম এবাদত সিদ্দিক বিপুল।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত