আজ - বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১২:১১

একরাম হত্যা মামলায় ৩৯ জনের মৃত্যুদণ্ড!

ডেস্ক রিপোর্ট : ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার রায়ে ৩৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দীন চৌধুরী মিনারসহ ১৬ জনকে খালাস দেয়া হয়েছে। বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনুল হক রায় ঘোষণা করেন।

২০১৪ সালের ২০ মে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারসহ ৫৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এর মধ্যে ৩৬ জন কারাগারে। জামিনের পর পালিয়েছে ৯ আসামি। আার মামলার পর থেকেই পলাতক ১০ জন। এ ছাড়া র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে মারা যায় একজন।

আরো সংবাদ