আজ - রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ১০:৩৫

এবার কাফনের কাপড় পরে মনোনয়ন বাতিলের দাবি-ধাওয়া পাল্টা ধাওয়া

জামালপুর প্রতিনিধি || ঝাড়ু, লাঠির পর এবার জামালপুর-৫ (সদর) আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন মনোনয়নবঞ্চিতরা।জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক ও এফবিসিসিআইয়ের পরিচালক রেজাউল করিম রেজনুর সমর্থকরা এ কাণ্ড করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে শহরের তমালতলা মোড় থেকে সিংহজানী হাইস্কুল মোড় পর্যন্ত রেজাউল করিম রেজনুর সমর্থকরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে কয়েক হাজার নারী-পুরুষ কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান। এসময় প্রায় দুই ঘণ্টা শহরের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।এসময় বক্তব্য দেন, শহর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারেক মালেক সিজার, আওয়ামী লীগ নেতা রায়হান আলী ও মনির হোসেন প্রমুখ।বক্তারা বলেন, সদর আসনে মনোনয়ন পরিবর্তন করে রেজাউল করিম রেজনুকে দেয়া না হলে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে জামালপুর অচল করে দেয়া হবে।একই সময় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের গোপালপুর, নরুন্দি, নান্দিনা, মহেষপুর কালিবাড়ি এবং জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লা ও বেলটিয়াসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।এদিকে দুপুর দেড়টার দিকে সদর উপজেলার নান্দিনা বাজারে মনোনয়নপ্রাপ্ত মোজাফফর হোসেন গ্রুপ ও মনোনয়নবঞ্চিত রেজাউল করিম রেজনুর গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত