আজ - বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ১:৪৯

এ রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে : এস এম কামাল।

বিশেষ প্রতিনিধি : ২১ আগষ্ট গ্রেনেড হামলায় আহত আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন বলেছেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এ রায় প্রমাণ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করেনি। তাহলে বিএনপির কর্ণধার তারেক রহমানেরও ফাঁসির আদেশ হত। কিন্তু তারেক রহমানের যাবজ্জীবন সাজা হয়েছে। যা আমাদের প্রত্যাশিত না। তারপরও রায়ে সন্তুষ্ট।’

বুধবার (১০ অক্টোবর) দুপুরে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

এস এম কামাল হোসেন বলেন, ‘তারেক রহমানের ফাঁসির দাবি ছিল। কিন্তু যেহেতু আদালত তাকে যাবজ্জীবন সাজার আদেশ দিয়েছেন, তাই আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। এ কারণে এ রায়ে সন্তোষ প্রকাশ করছি। এখন আইনজীবিরা সিদ্ধান্ত নেবেন। তারেক রহমানের আদেশ নিয়ে আইনগতভাবে কোনও পদক্ষেপ গ্রহণের সুযোগ থাকলে আইনজীবিরাই তা দেখবে।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত