আজ - মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১০:২১

কি বার্তা নিয়ে আসছেন সিঁথি?

স্টাফ রিপোর্টার:  কি বার্তা নিয়ে – একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের আগেই ঢাকায় আসছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। তিনি গত কোরবানির ঈদের আগেও ঢাকায় এসেছিলেন এবং খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দুই দফা সাক্ষাৎ করেছেন। ঈদের পর তিনি আবার বিদেশ চলে যান। ধারণা করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তাগুলো ঢাকায় নিয়ে আসেন শর্মিলা সিঁথি।

আগামী ১০ অক্টোবর একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হবে। এই রায় ঘোষণার আগেই শর্মিলা সিঁথি ঢাকায় আসবেন বলে জানা গেছে। তিনি ঢাকায় আসার পর এই রায়কে ঘিরে বিএনপির কর্মপন্থা নির্ধারন করা হবে বলেও জানা যায়।

একটি অসমর্থিত সুত্র বলছে, এই মামলায় তারেক রহমানের যদি দণ্ড হয়, তারেক সরে যেতে পারেন বিএনপির নেতৃত্ব থেকে। সেক্ষেত্রে শর্মিলা রহমান সিঁথিকে বিএনপির দায়িত্ব দেওয়া হবে।

আরো সংবাদ