আজ - রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ১১:১৭

কুমারী সেজে ২য় বিয়ে-গৃহবধূর জেল!

উল্লেখ্য, ১ম বিবাহ গোপন করে নিজেকে কুমারী বলে পরিচয় দিয়ে ২য় বিয়ে করায় ২য় স্বামী আপেল মাহমুদ রনি বাদী হয়ে আদালতে একই ধরনের একটি মামলা করেন। ওই মামলাতেও বাদীর আর্জি সত্য প্রমাণিত হওয়ায় চলতি বছরের ৩ জানুয়ারি আদালত আসামি শাপলা আকতার লিলিকে ১ বছর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছিলেন এবং ৫ হাজার) টাকা জরিমানা করেছিলেন। এ দন্ডে দুই মাস সাজা ভোগ করার পর আপিলে বের হন লিলি। বুধবার লিলি আদালতে অনুপস্থিত থাকায়, যেদিন সে গ্রেফতার হবে, সেদিন থেকেই তারা সাজা কার্যকর হবে বলে আদালত উল্লেখ করেন। বাদী পক্ষের আইনজীবী শাহাদত হোসেন জানান, দ্বিতীয় স্বামী আপেল মাহমুদ রনিও আদালতে একই ধরনের মামলা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ওই মামলাতেও গত ৩ জানুয়ারি লিলিকে দেড় বছর বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত