আজ - রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ১০:২৮

খুলনায় শেখ সালাউদ্দীনের বাসার সামনে যুবকের ৬ টুকরো লাশ!

রেজা চৌধূরি : খুলনায় বাজারের ব্যাগে এক যুবকের ছয় টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে নগরীর শেরে-বাংলা রোডসহ আশপাশের আরও দুটি জায়গা থেকে লাশের এ টুকরোগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকালে খুলনা-২ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন জুয়েলের শেরে-বাংলা রোডের বাড়ির সামনে বাজারের ব্যাগে মোড়া কিছু একটা পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়া লাশের একটি অংশ উদ্ধার করে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়রা পাশের রূপান্তর নামের একটি এনজিও’র সামনে সিমেন্টর বস্তায় মোড়ানো অবস্থায় হাত-পা দেখে পুলিশকে খবর দেয়। সবশেষে সাবেক স্পিকার মরহুম অ্যাডভোকেট রাজ্জাক আলীর বাড়ির গেটের সামনে থেকে লাশের মাথা উদ্ধার করা হয়।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার (উত্তর) এস এম শাকিলুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা বাজারের ব্যাগের ভেতরে পলিথিনে মোড়া লাশের কিছু অংশ উদ্ধার করেছি। তবে যে কেউ দেখলে উপর থেকে বোঝার উপায় নেই যে, এটাতে লাশ ছিল।’

এস এম শাকিলুজ্জামান আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, অন্যত্র হত্যার পরে কে বা কারা লাশের টুকরোগুলো ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রেখে গেছে। লাশটি একজন পুরুষের। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে, শিগগির আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।’

লাশের টুকরোগুলো উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত