প্রকাশিত : » ৩০ জুন ২০১৭, সময়: » ৫:৪৯ পূর্বাহ্ণ, পঠিত: » 1584 views
স্টাফ রিপোর্টার : গাজীপুরে শ্রীপুরে সুতিয়া নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজের ১৩ ঘণ্টা পর এক তরুণের লাশ উদ্ধার ফায়ার সার্ভিস।টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডুবুরি দলের লিডার মো. হোসেন জানান, সুতিয়া নদীর বরমী পাইটালবাড়ী এলাকা থেকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাকিবুল ইসলামের (১৬) লাশ তারা উদ্ধার করেন।শ্রীপুরের বিধাই গ্রামের আবুল কালামের ছেলে রাকিবুল বিধাই মাদ্রাসা থেকে এ বছর দাখিল পাশ করেন। রকিবুলের বাবা আবুল কালাম বলেন, বুধবার সকালে তার ছেলেসহ বিধাই ও আশপাশের গ্রামের ৪০ জন মিলে সুতিয়া নদী এবং গফরগাঁও ও কাপাসিয়ার শীতলক্ষ্যা নদে নৌকায় করে বেড়াতে বের হয়।ফেরার পথে তারা কয়েকজন নৌকার পাটাতনে ঘুমিয়ে ছিল। রাত ৯টার দিকে বরমী পাইটালবাড়ী এলাকায় ঘুমন্ত অবস্থায় রাকিবুল পানিতে পড়ে তলিয়ে যান। ফায়ার সার্ভিস কর্মকর্তা হোসেন বলেন, রাতেই স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করলেও রাকিবুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। ভোরের দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা গিয়ে তল্লাশি নদীতে শুরু করে।ঘটনাস্থলের ২০০ মিটার দূরে পানির নিচ থেকে ওই তরুণের লাশ উদ্ধার ও পরে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয় বলে জানান তিনি।