আজ - শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১১:৩৩

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন- অংশ নেবে বিএনপি!

হাসনাত জামিল: আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি। দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মহাসচিব বলেছেন, ‘আমরা দলীয় ফোরামে আলোচনা করে আগামী ১৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেব। দলের জ্যেষ্ঠ নেতারা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন আজকের বৈঠকে।’
এর আগে আজ সন্ধ্যা সাতটার দিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আসন্ন দুই সিটি করপোরেশন নির্বাচনে দলের অংশগ্রহণ করা না করা বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মো. শাজাহান, বরকত উল্লাহ বুলু, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবেদীন ফারুক, হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ও শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

আরো সংবাদ