আজ - মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৪ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৯:১৫

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৭

খানজাহান আলী নিউজ ডেস্ক: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শহরের বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ সেলিম রেজা জানিয়েছেন, ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে একটি কাঠ বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হন এবং হাসপাতালে আনার পথে আরো পাঁচজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ শিশুর মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুসহ নিহত ৭ এবং অন্তত ২০ জন আহত হয়।  তিনি আরো জানান, আহতদের গোপালগঞ্জ আড়াই শ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, হতাহতদের বাড়ি পিরোজপুর ও গোপালগঞ্জ এলাকার বিভিন্ন এলাকায়। দুর্ঘটনার পরপর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনগণ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত