আজ - সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৯:৩৪

চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৭০- শাহিন চাকলাদার ও শাহারুল ইসলামের শোক।

প্রেস রিলিজ: ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ জনের মৃত্যুতে যশোর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন যশোর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান শাহিন চাকলাদার। ও জেলা আ’লীগ সদস্য সদর উপজেলা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক শাহারুল ইসলাম। যশোর জেলা ও উপজেলা আ’লীগের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার পৃথক শোক বার্তায় এ শোক জ্ঞাপন করেন তাঁরা। পাশাপাশি নিহতদের আত্মার শান্তি কামনা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তারা অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি এবং তাদের পরিবারের প্রতি শোক জানান। প্রসঙ্গত বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার একটি বহুতল ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মোট ৮০ জনকে ঢাকা মেডিকেল ভর্তি করা হয়। প্রতক্ষ্যদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার পরপর হঠাৎ করে ট্রান্সফরমার বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই ওই বাড়িতে আগুন ধরে যায়। বাড়িটির নিচে ক্যামিকেলের কারখানা রয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ১২টি বাড়িতে। বাড়িগুলোতে প্রায় ৫০০ লোক থাকে। ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুনের ঘটনায় যারা ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ৪৫ জনের শরীরে কাটা ছিলা জখম রয়েছে। কারো আবার পা বা হাত ভেঙেছে। বাকিরা দগ্ধ হয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত