আজ - রবিবার, ২৭শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - দুপুর ১২:২৬

চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন আর নেই

কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন আর নেই। শুক্রবার বেলা তিনটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে আমজাদ হোসেনের চিকিৎসা চলছিল।আজ শুক্রবার বিকেলে তার বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল  খবরটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।  আমজাদ হোসেন গত ১৮ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। তার উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪২ লাখ টাকা দেন। এরপর ২৭ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ব্যাংকক নিয়ে যাওয়া হয়।আমজাদ হোসেন অভিনীত প্রথম চলচ্চিত্র ‘তোমার আমার’। এরপর অভিনয় করেন ‘হারানো দিন’ ছবিতে।পরিচালক হিসেবে তিনি নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন। আমজাদ হোসেন ‘বাল্যবন্ধু’, ‘পিতাপুত্র’, ‘এই নিয়ে পৃথিবী’, ‘বাংলার মুখ’, ‘নয়নমণি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দুই পয়সার আলতা’, ‘সখিনার যুদ্ধ’, ‘ভাত দে’, ‘হীরামতি’, ‘প্রাণের মানুষ’, ‘সুন্দরী বধূ’, ‘কাল সকালে’, ‘গোলাপী এখন ঢাকায়’, ‘গোলাপী এখন বিলেতে’র মতো দর্শকনন্দিত চলচ্চিত্র উপহার দিয়েছেন।গুণী এই নির্মাতা-অভিনেতার মৃত্যুতে চলচ্চিত্রপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ