আজ - রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ৭:২৭

চৌগাছায় গরীব কৃষকের একই রাতে ৪ টি গরু চুরি।

যশোরের চৌগাছায় নতুন গোয়াল ঘরে গরু তোলার প্রথম রাতেই কৃষকের চার গরু চুরি হয়েছে। এ ঘটনায় দরিদ্র পরিবারে চলছে শোকের মাতম। বুধবার রাতে চৌগাছা পৌরসভার হুদোপাড়ার মহিউদ্দিনের ছেলে বিপুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিপুল হোসেন জানান, দীর্ঘ দিন তিনি বাড়ির একটি কাঁচা গোয়াল ঘরে গরু পালন করে আসছেন। সম্প্রতি তিনি অনেক কষ্ট করে একটি পাকা গোয়াল ঘর নির্মাণ করেছেন। বুধবার সন্ধ্যায় তিনি নতুন গোয়াল ঘরে তার একটি গাভী ও একটি বছুর, একটি উন্নত জাতের বকনা ও একটি এঁড়ে গরু তোলেন। তিনি বলেন, রাত একটার দিকে গরুর খাবার দিয়ে তিনি ঘুমাতে যান। ভোরে ঘুম থেকে উঠে দেখেন গোয়ালে একটাও গরু নেই। অনেক খোঁজাখুঁজি করেও গরু গুলোর কোন সন্ধান পাননি। বিপুল হোসেন বলেন, আমি এখন পথের ফকির হয়ে গেছি। তিনি বলেন, গরু গুলোর আনুমানিক মূল্য কম পক্ষে পাঁচ লাখ টাকা।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরদের আটকের ব্যাপারে জোর তৎপরতা চলছে।

আরো সংবাদ