আজ - বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:৫০

ছিনতাইকারীর কবলে খুন যশোরের চন্দন।

যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোরে যশোর শহরের রেলরোডে আদ-দ্বীন হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত চন্দন ঘোষ শহরের টিবি ক্লিনিক এলাকার ভবতোষ ঘোষের ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, বুধবার ভোরে পরিবহনযোগে ঢাকা থেকে যশোরে আসেন চন্দন ঘোষ। এরপর রিকসা যোগে তিনি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রেলরোডে আদ-দ্বীন হাসপাতালের সামনে পৌঁছালে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন।

ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দন বিমান বাহিনীতে অডিট অফিসার হিসাবে কর্মরত ছিলেন

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত