আজ - বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ২:২৪

ছেলেকে কোরআনের হাফেজ বানানো স্বপ্ন কেরে নিলো ঘাতক ট্রাক।

একমাত্র সন্তানের পিতা আল-আমিনের স্বপ্ন ছিল, ছেলে একদিন বড় হয়ে হাফেজ ও আলেম হবে। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই ঘাতক ট্রাকের আঘাতে ঝরে গেল ১১ বছর বয়সী শাহরিয়ার ইসলাম সজলের প্রাণ।

সোমবার (২৩ জুন) বিকেলে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারসংলগ্ন রেলস্টেশন এলাকার কাছে ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা। স্থানীয়রা জানান, ছাতিয়ানতলা পশ্চিমপাড়ায় অবস্থিত লজিং বাড়ি থেকে খাবার খেয়ে মাদ্রাসায় ফিরছিল সজল। মহিউদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ও মাদ্রাসার শিক্ষকরা সজলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সজলের বাড়ি খুলনার কয়রা উপজেলার ঘোলখালী গ্রামে। পিতা-মাতা দুজনই গার্মেন্টস কর্মী। সজল যশোরের ছাতিয়ানতলা আব্দুল আজিজ হাফেজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। মাদ্রাসায় ভর্তি হয় মাত্র এক বছর আগে।

মাদ্রাসার শিক্ষক হাফেজ হুসাইন বলেন,সজল ছিল অত্যন্ত ভদ্র ও মনোযোগী ছাত্র। পিতা-মাতার স্বপ্ন ছিল তাকে কোরআনের হাফেজ বানানোর। কিন্তু সেই স্বপ্ন এখন দুঃসহ বেদনায় রূপ নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘাতক ট্রাকটি নাটুয়াপাড়ার ভাই ভাই ইটভাটার বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘাতক ট্রাকটি এখনো শনাক্ত হয়নি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->