আজ - শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - দুপুর ১:৫৪

জাতীয় সংসদের শেষ অধিবেশনে প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রী এমপিদের সেল্ফি!

মুনতাসির মামুন: দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনে প্রধানমন্ত্রীর সাথে সেলফি তুলেছেন আওয়ামীলীগের সাংসদ ও মন্ত্রীরা। সেলফির ওই ছবি ফেসবুকে ওয়ালে শেয়ার করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল সোমবার ছিল দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন। অধিবেশনের অন্যান্য দিনগুলোর চেয়ে এদিনটি ছিল ঢিলেঢালা ও উৎসবমুখর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সিনিয়র সব মন্ত্রী, সাংসদরাও উপস্থিত ছিলেন। অধিবেশনের এক ফাঁকে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রীসহ এক সেলফি তুলেন আওয়ামীলীগের সাংসদ ও মন্ত্রীরা।
যশোর ২ আসনের এমপি এ্যাড.মনিরুল ইসলাম মনির তার ফেসবুক ওয়ালে একাধিক ছবি শেয়ার করে লিখেছেন

“আবার আসিবো ফিরে
ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়।” এই সংসদে।

দশম জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সেল্ফি পর্ব শেষে সালাম করে সংসদ ভবন ত্যাগ করেন সাংসদরা।

আরো সংবাদ