আজ - সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৯:১৮

ডাকসু ভিপি নূর অবরূদ্ধ, ডিম নিক্ষেপ, লাঞ্ছিত!

ক্যাম্পাস প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সভাপতি (ভিপি) নুরকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে গিয়ে প্রভোস্টের কাছে এক ছাত্র মারধরের বিচার চাইলে তাকে অবরুদ্ধ করে রাখা হয় বলে জানা গেছে।

নুরের সঙ্গে ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতারসহ বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা আছেন বলে জানা গেছে।

জানা যায়, সোমবার রাতে এসএম হলে ফরিদ হাসান নামে একজনকে পিটিয়ে রক্তাক্ত করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এর প্রতিবাদে বিকালে নুরের নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে তারা এসএম হলে যান এবং প্রভোস্টের কাছে বিচার দাবি করেন।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা এসএম হলে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা নুরদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করতে থাকে। এ সময় হলে নুরদেরকে অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগের নেতাকর্মীরা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত