আজ - সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - রাত ২:৪০

ডেথ ওভারের দুর্বলতাই হারের কারণ: মাশরাফী

রাশিদের অলরাউন্ড নৈপুণ্যে আফগানিস্তানের কাছে ১৩৬ রানের বিশাল হার মাশরাফিদের। রাশীদ-মুজিবদের ঘুর্ণিতে ধরাশায়ী বাংলাদেশ। আফগান স্পিন জুজুর কাছে আবারো পরাজিত সাকিব-মাহমুদুল্লারা। ম্যাচ হারার জন্য ডেথ ওভারে টাইগারদের দুর্বলতাকে দুষছেন, অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বলেছেন, মুশফিক-মুস্তাফিজ ফিরলে ভারতের বিপক্ষে আজ দাপটের সাথে শুরু করবে বাংলাদেশ।

হোয়াইটওয়াশের স্মৃতি এখনও টাটকা। ওয়ানডে ফরম্যাট বলেও, জবাব দেয়ার সুযোগ ছিল। তবে বল হাতে টাইগারদের ব্যর্থতা আফগানদের সাহস বাড়িয়েছে। পেইসারদের লাইন লেন্থের সমস্যা আর শেষ পাওয়ার প্লের অদক্ষতা ভূগিয়েছে। তাইতো সাহস পেয়েছেন রাশীদ-নাবী-মুজিবরা। ম্যাচ বের হওয়ার জন্য শেষের বাজে ওভারগুলোকেই দুষশেন ম্যাশ।
শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে প্রত্যাশা বাড়িয়েছিল। তবে আবারও আফগান স্পিনে দিশেহারা হতে হল সাকিব-শান্ত-মাহমুদুল্লাদের। এতো ম্যাচ খেলার পরেও কেন রাশীদ-নারী-মুজিব ধাঁধার উত্তর পাচ্ছে না বাংলাদেশ।

সুপারফোরের সমীকরণ শুরু হয়ে যাচ্ছে। একটা বাজে দিন হিসেবেই এই পরাজয় ভুলতে চায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে শুরু করতে চায় দাপটের সাথেই। মুশফিক-মুস্তাফিজ ফিরলে, পরিস্থিতি আলাদা হবে বিশ্বাস টাইগার অধিনায়কের।

আরো সংবাদ