আজ - বুধবার, ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১০:১৪

ঢাকা-মাওয়া মহাসড়কে মর্মান্তিক দূর্ঘটনা নিহত ৬

ত্বাইরান আবীর,মুন্সীগঞ্জ, ঢাকা: ঢাকা থেকে মফস্বলে যাবার গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুরে সিএনজি’র সাথে রাস্তা সংস্কারে ব্যবহৃত বালুবহনকারী ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। প্রতক্ষ্যদর্শীরা জানান, ঢাকা থেকে সড়কপথে মাওয়াগামী সিএনজি’র সাথে  বিপরীত দিক থেকে আসা রাস্তার সংস্কার কাজে ব্যবহৃত বালুবহনকারী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।নিমিষেই দুমড়ে মুচড়ে যায় সিএনজি’টি।এতে ঘটনাস্থলেই নিহত হয় নিহত হয় সিএনজি’র ভেতরে থাকা ৬ জন যাত্রী।মর্মান্তিক এ দূর্ঘটনার কারণে সাময়িকভাবে ঢাকা-মাওয়া সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।উল্লেখ্য যে,ঢাকা-মাওয়া শহরে বছরখানেক আগেই আইন প্রণয়ন করে সিএনজি এবং অন্যান্য থ্রি হুইলার গাড়ির মহাসড়কে চলাচল নিষিদ্ধ করে দেয়া হয়।পরে অবশ্য বলা হয় যে,মহাসড়কে সকাল ৬-৮ টা পর্যন্ত সিএনজি চলাচল করতে পারবে।

আরো সংবাদ