আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৭:৩৬

দ.কোরিয়া-বাংলাদেশ সমঝোতা চুক্তি সই

অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বাড়াতে সমঝোতা চুক্তি সই করেছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। যার আওতায় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ বাড়াবে দেশটি। দক্ষিণ কোরিয়ান প্রধানমন্ত্রী লি নাক ইয়ুন তিনদিনের বাংলাদেশ সফরে এসে এসব প্রতিশ্রুতি দেন। দেশটির বিনিয়োগ আগ্রহের তালিকায় রয়েছে টেক্সটাইল, জ্বালানি অবকাঠামো, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাত।

বাংলাদেশের শীর্ষ রপ্তানি খাত পোশাক শিল্পের যাত্রাটা শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ার সহায়তায়। ৩ যুগ আগে দেশটি থেকে পোশাক তৈরির প্রশিক্ষণ নিয়েছিলেন ১৩০ জন বাংলাদেশি। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সময়ের সাথে আরো জোড়ালো হয়েছে। বর্তমানে বাংলাদেশে শীর্ষ বিনিয়োগকারী দেশ হিসেবে দক্ষিণ কোরিয়ার অবস্থান ৬ষ্ঠ।

রবিবার সকালে, ঢাকা ইপিজেড এলাকায় একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়ুন। কারখানা পরিদর্শন শেষে তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। গত এক দশক ধরে দক্ষিণ কোরিয়ার অনেক শিল্প উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করছেন। তারা বিনিয়োগ বাড়াতে চায়। নতুন উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।’

পরে দুপুরে, রাজধানীর একটি হোটেলে কোরিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের বৈঠকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন লি নাক ইয়ুন। তারপর তিনি জানান, ‘এ দেশে বস্ত্র ও পোশাক খাতের মধ্যে বিনিয়োগের মাধ্যমে আমাদের সম্পর্ক আরও এগিয়ে যাবে। এছাড়া, দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ আগ্রহের তালিকায় রয়েছে জ্বালানি, অবকাঠামো, আইসিটিসহ বিভিন্ন খাত। কোরিয়ান ইপিজেডে বিনিয়োগ সফলতার পথ ধরেই এ দেশের অন্যান্য অর্থনৈতিক অঞ্চলেও বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়া।’

এর আগে, সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী।

এরপরে, মুগদায় দক্ষিণ কোরিয়া সরকারের অর্থায়নে পরিচালিত ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্স নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত