আজ - সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - রাত ২:৪৮

পুলিশের জিভ ছিঁড়ে নেওয়ার হুমকি, বিতর্কে বিজেপি নেতা কালোসোনা

সৌরভ বেগ , বীরভূম, মহারাষ্ট্র : পুলিশের জিভ ছিঁড়ে নেওয়ার হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন বীরভূমের বিজেপি নেতা কালোসোনা মন্ডল। সোমবার তারাপীঠ থানার সামনের বিক্ষোভ কর্মসূচি থেকে পুলিশের জিভ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বীরভূমের এই দাপুটে বিজেপি নেতা৷ যাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক৷ কালোসোনা মণ্ডলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং৷

জানা গিয়েছে, জেলার বিজেপি কর্মী-সমর্থকদের উপর পুলিশ ও শাসকদলের অত্যাচারের অভিযোগে, সোমবার তারাপীঠ থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বীরভূমের বিজেপি কর্মীরা৷ সামনে থেকে যে কর্মসূচিতে নেতৃত্ব দিতে দেখা যায় বীরভূম বিজেপির সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডলকে৷ তারাপীঠ থানায় স্মারকলিপিও জমা দেন তাঁরা৷

অভিযোগ, এরপরই ওই বিক্ষোভ কর্মসূচি থেকে জেলা পুলিশের বিরুদ্ধে দলের কর্মী-সমর্থকদের উসকানি দিতে শোনা যায় কালোসোনা মণ্ডলকে৷ পুলিশকে আক্রমণের নিদান দিতে শোনা যায় তাঁকে৷ পুলিশের বিরুদ্ধে তিনি বলেন, ‘‘পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না৷ পক্ষপাতমূলক কাজ করছে জেলা পুলিশ৷ কয়েকদিন আগে পুলিশের তরফে বলা হয়েছে বিজেপি নেতৃত্বের উপর তাঁরা নাকি দমনপীড়ন চালাবে৷ বিজেপি নেতাদের লাথি মারবে৷ আমি বলছি, যদি বিজেপি নেতারা কোনও অন্যায় করে থাকে, তবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন৷ এবং যদি তৃণমূলের কেউ অন্যায় করে থাকে, তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন৷ যদি তা না করেন, পুলিশের ক্ষমতা থাকলে বিজেপি কার্যকর্তাকে লাথি মেরে দেখাক৷ আর আমি বাপের ব্যাটা হলে, পা ভেঙে দেব৷ বিজেপি নেতাদের নামে কুকথা বললে পুলিশের জিভ আমি ছিঁড়ে নেব৷’’

পুলিশ সূত্রে খবর, বিজেপি নেতার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন৷ বিজেপি নেতার বক্তব্যের ভিডিও ফুটেজ খতিয়ে দেখে কালোসোনা মণ্ডলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পালটা হুঁশিয়ারি দিয়েছেন বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং৷ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি৷ পাশাপাশি, বিজেপি নেতার বক্তব্যকে ঘিরে জেলার রাজনৈতিক মহলেও তুঙ্গে উত্তেজনা৷ প্রশ্ন উঠেছে, অনুব্রত মণ্ডল যখন, পুলিশের দিকে বোমা ছোঁড়ার হুমকি দিয়েছিলেন, তখন তাঁর সমালোচনায় মুখর ছিলেন বিজেপি নেতারা৷ তবে এবার কালোসোনা মণ্ডলের বক্তব্য সোনার পর তাঁরা কী বলবেন? যদিও এই বিষয়ে এখনও বিজেপির কোনও বক্তব্য পাওয়া যায়নি৷

আরো সংবাদ