আজ - রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১:০০

পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিতে সেল গঠন

খানজাহান আলী নিউজ ডেস্ক: পুলিশ সদস্যদের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ নিতে এবার একটি সেল গঠন করেছে পুলিশ সদর দপ্তর। এর মাধ্যমে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত পুলিশের বিরুদ্ধে এখন থেকে ‘আইজিপি কমপ্লেইন সেল’ এ অভিযোগ করা যাবে। অবশ্য এটি নতুন কোন সেল নয়; পুলিশ সদর দপ্তরের সিকিউরিটি সেল এখন আইজিপি কমপ্লেইন সেল নামে পরিচিত হবে। আজ সোমবার এই সেল গঠন করা হয় বলে গণমাধ্যমকে জানান এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস। তিনি বলেন, এই সেল ২৪ ঘণ্টা চালু থাকবে। একজন অতিরিক্ত ডিআইজি সেলটির তত্ত্বাবধান করবেন। কোন পুলিশ সদস্য অপেশাদার বা অনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে যেকোনো সময় অভিযোগ নেওয়া হবে বলে জানিয়ে এআইজি সহেলী বলেন, আগে অফিস চলাকালীন সময়ে অভিযোগ নেওয়া হতো। এখন নির্ধারিত কোনো সময় নেই। এই সেলে সরাসরি, কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে অভিযোগ করা যাবে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫ এবং ০১৭৬৯৬৯৩৫৩৬ নম্বরে ফোন করেও অভিযোগ জানানো যাবে। ই-মেইলেও complain@police.gov.bd অভিযোগ করা যাবে বলে জানান তিনি।

আরো সংবাদ