আজ - মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১১:৫৫

পুলিশের হাতে ‘ডিবির এএসপি’ আটক!

পুলিশ জানায়, কিছুদিন যাবত সাজু আহমদ পায়েল (২৫) নামে এক যুবক ডিবির এএসপি পরিচয়ে সিএনজি-প্রাইভেট কার ভাড়া করে ড্রাইভারের মোবাইল ও টাকা ধার নিয়ে কৌশলে পালিয়ে যাচ্ছিল। এ অবস্থায় শমশেরনগর-কুলাউড়া সিএনজি স্ট্যান্ডের চালক শাহিনের সন্দেহ হলে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। আটক সাজু আহমদ রংপুর জেলার কাউনিয়া উপজেলার রাজীবপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ