আজ - বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:২০

প্রেমিকের সঙ্গে পালানোর সময় সড়কে প্রাণ গেল প্রেমিকার।

যশোরের মনিরামপুরে প্রেমিকাকে নিয়ে পালানোর সময় মাটিবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে প্রেমিকা অনিমা দাস (১৭) এর মৃত্যু হয়েছে।
এ সময় অপর দুই আরোহী আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার পলাশীগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অনিমা দাস সদর থানার কল্যানদাহ গ্রামের বিন্দু দাসের মেয়ে। এ ঘটনায় আহত প্রেমিক উত্তম দাস (১৭) ও তার বন্ধু বাঁধন দাসকে পুলিশ হেফাজতে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা দুজনই মনিরামপুর থানার লাউড়ি গ্রামের বাসিন্দা৷

নিহত অনিমার পিতা বিন্দু দাস জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অনিমার সাথে উত্তমের প্রেমের সম্পর্ক ছিলো। পারিবারিক ভাবে মেনে না নেয়ায় উত্তম ও তার বন্ধু বাঁধন অনিমাকে নিয়ে পালাচ্ছিলো৷ পথিমধ্যে উপজেলার পলাশী পূর্বপাড়ায় পৌঁছুলে মাটিবাহী ট্রাকের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার মেয়ে অনিমা দাস ঘটনাস্থলেই মারা যায়।

খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল হান্নান জানিয়েছেন সোমবার দুপুর ২ টার দিকে পলাশী মোড়ে একটি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান৷ ঘটনাস্থলে একটি ডিসকাভার মটর সাইকেল ও একটি মেয়ে সহ তিনজনকে মাটিতে পড়ে থাকতে দেখেন৷ অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়দের সহায়তায় তাদের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন৷ পরে জানতে পারেন মেয়েটি মারা গেছে। আহত দুই তরুণ উত্তম ও বাঁধনকে চিকিৎসাধীন অবস্থায় তাৎক্ষণিক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ট্রাকটি এখনো আটক করা যায়নি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত