আজ - বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১:২৪

বাঘারপাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরূদ্ধে মামলা!

যশোর প্রতিনিধি : যশোর বাঘারপাড়া বাশুয়াড়ী ইউনিয়ন পরিষদের(ইউপি)চেয়ারম­যান আবু সাঈদ সরদার সহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।উপজেলার মাহমুদপুর গ্রামের বাসিন্দা মোঃ কাদের ভঁইয়া গতকাল রোববার যশোর জেষ্ঠ হাকিমের আদালতে মামলাটি করেন।
মামলার অপর আসামী হচ্ছেন মাহমুদপুর গ্রামের বাসিন্দা মোঃআয়ুব মোল্লা।আদালতের বিচারিক মামলাটি তদন্ত করতে যশোর পিবিয়াইকে (পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন)নির্দেশ­ দিয়েছেন।
খানজাহান আলী২৪ জানতে চাইলে বাশুয়াড়ী ইউপির চেয়ারম্যান আবু সাঈদ সরদার খানজাহান আলী২৪কে বলেন আসলে বলার কিছু নেই।–রাজনৈতিক দলাদলির কারনে স্মার ভাবমুর্তি ক্ষুন্ন করতে মামলাটি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে’চেয়ারম্যান আবু সাঈদ সরদার ২০-২৫জনকে সংগে নিয়ে ২০১৪ সালের ৫ই জানুয়ারি কাদের ভুঁইয়ার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাংচুর এবং তাকে শারিরিক নির্যাতন করেন।এ ঘটনায় তিনি আবু সাঈদের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় একটি মামলা করেন।মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।আয়ুব মোল্লার কাছ থেকে তার(কাদের ভুঁইয়ার)ভাই জামাল ভুঁইয়া ৭১ হাজার টাকায় সম্পত্তি কিনে দখল বুঝে নেন।কিন্তু সম্পত্তি রেজিস্ট্রি করে দিতে কালক্ষেপন করতে থাকেন আয়ুব।বিষয়টি নিয়ে তারা গতবছরের ২১শে আগস্ট বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দেন।থানা কতৃপক্ষ্য আয়ুব মোল্লাকে নোটিশ করলে ইউ পি চেয়ারম্যান আবু সাঈদ স্থানীয় ভাবে বিষয়টি মীমাংসা করার অংগীকার করেন।কিন্তু কাদের ভঁইয়ার সাথে পুর্ববিরোধ থাকায় আবু সাঈদ বিষয়টি আরো জটিল করে তোলেন।চেয়ারম্যান সহ কয়েকজন গত ২০ শে এপ্রিল বিকেল ৫টার সময় চাড়াভিটা বাজারে কাদের ভুঁইয়ার ব্যবসা প্রতিসঠানে উপস্থিত হন।তিনি কাদের ভুঁইয়াকে মামলা প্রত্যাহার সহ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।চাঁদাদিতে অস্বীকার করলে চেয়ারম্যানের ক্যাডাররা তখন কাদের ভুঁইয়াকে মারপিট করেন।এছাড়া চেয়ারম্যান আবু সাঈদ তাঁর প্রতিষ্ঠানের ক্যাশবাক্স থেকে ২০হাজার টাকা লুট করেন।কাদের ভুঁইয়ার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে চেয়ারম্যান লোকজন নিয়ে চলে যান।
মামলার বিষয়টি নিঃশ্চিত করেছেন কাদের ভুঁইয়ার আইনজিবী এস এম মাসুদুল হক।তিনি বলেন আদালতের বিচারক মামলাটি গ্রহন করে তা তদন্ত প্রতিবেদন দিতে যশোর পিবি আইকে নির্দেশ দিয়েছেন।

 

আরো সংবাদ