প্রকাশিত : » ০৮ আগস্ট ২০১৮, সময়: » ৭:৩৬ পূর্বাহ্ণ, পঠিত: » 1467 views
নিজস্ব প্রতিনিধি : নিখোঁজের পাঁচদিন পর বাঘারপাড়া যুবলীগ নেতা তরিকুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে নড়াইল সদর উপজেলার সীতারামপুর ব্রিজের কাছ থেকে লাশটি উদ্ধার করে নিয়ে যায় নড়াইল থানা পুলিশ।
তরিকুল বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও জামদিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
নড়াইল সদর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘আমরা তরিকুল নামে এক যুবকের লাশ উদ্ধার করে নিয়ে এসেছি। ময়নাতদন্ত শেষে লাশ যথাযথ স্থানে হস্তান্তর করা হবে।’
নিহত তরিকুলের বাম কানের নিচে গোলাকার দাগ রয়েছে বলেও উল্লেখ করেন এ পুলিশ কর্মকর্তা।
এর আগে তরিকুলের মা জাহানারা বেগম অভিযোগ করেছিলেন, গত ৩ আগস্ট সন্ধ্যার দিকে বাঘারপাড়ার হাটখোলার দত্তরাস্তা এলাকার তাদের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার ছেলেকে আইনশৃংখলা বাহিনীর কয়েকজন সদস্য তুলে নিয়ে যায়। তবে বিষয়টি সেসময় অস্বীকার করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
বাঘারপাড়া ও যশোর কোতয়ালী থানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন অফিসে খোঁজ নিয়েও তরিকুলের সন্ধান মেলেনি উল্লেখ করে জাহানারা বেগম বলেন, ‘আমি শুনেছি তারা আমার ছেলেকে গাড়িতে করে তুলে নিয়ে গিয়েছিল। আমি মা হিসেবে জানি আমার ছেলে কোনো সন্ত্রাসী বা দুস্কৃতকারী ছিল না। আমার জানা মতে, তার বিরুদ্ধে কোনো মামলাও নেই। ছেলে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার করা যেতে পারে।’
জানতে চাইলে আজ বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম বলেন, ‘এ বিষয়ে অনেকে ফোন করে জানতে চাইছে। আমি কিছু জানি না। তবে তরিকুল নামে এক যুবকের লাশ উদ্ধারের খবর নড়াইল সদর থানার ওসি আমাকে জানিয়েছেন।’
এলাকাবাসী বলছেন, সকালে নড়াইল-যশোর সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে জানান তারা।