আজ - রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ১১:০১

বাবা-মাকে নিয়ে বাসায় থাকলে ভাড়া ছাড়!

ঢাকা অফিস: বাবা-মাকে নিয়ে থাকার উদ্দেশে কোনো সন্তান যদি বাসা ভাড়া নেন তবে তার জন্য ছাড়ের ঘোষণা দিয়েছেন এক বাড়িওয়ালা। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার এক বাড়িওয়ালা এই ঘোষণা দিয়েছেন। সম্প্রতি ওই ঘোষণা দিয়ে টাঙানো নোটিশটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বাড়িওয়ালার টাঙানো ওই নোটিশে লেখা রয়েছে, এই ভবনে অবস্থানরত সব ভাড়াটিয়ার দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে, যারা বাবা-মাকে নিয়ে এই ভবনে অবস্থান করবেন তাদের বাড়ি ভাড়া মাসিক ৫০০ টাকা করে কম নেয়া হবে।

এ ব্যবস্থা আজীবন বলবৎ থাকবে বলেও ঘোষণা দিয়েছেন বাড়িটি মালিক। ফলকটিতে থাকা ঠিকানা অনুযায়ী, বাড়িটি ঢাকার ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত