আজ - মঙ্গলবার, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৬ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ১২:৪৬

বিএনপি ফাঁকা আওয়াজ দিচ্ছে-আ.লীগ পাল্টাপাল্টি সমাবেশ করবে না: কাদের

ডেস্ক রিপোর্ট: সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার জনসভা করতে পুলিশের অনুমতির অপেক্ষা করছে বিএনপি। পুলিশের অনুরোধেই সমাবেশের কর্মসূচি বৃহস্পতিবার থেকে পেছানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে, বিএনপি সহিংসতা করলে পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে এখন থেকেই মাঠ দখলের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। এরই মধ্যে সোহরাওয়ার্দি উদ্যানে জনসভা করার ঘোষণা দেয় বিএনপি। শুরুতে বৃহস্পতিবার সমাবেশ করার ঘোষণা দেয়া হলেও পরে তা পিছিয়ে শনিবার ঠিক করা হয়। একই দিন মহানগর নাট্যমঞ্চে নাগরিক সমাবেশের কর্মসূচি রয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চৌদ্দ দলের।

একই দিনে প্রধান দুই দলের কর্মসূচি তৈরি হয়েছে উত্তাপ। শনিবার ঢাকা দখলে রাখার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

তবে, বিএনপির দাবি, পুলিশের পরামর্শেই শনিবার সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। নয়াপল্টনে বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে তিনি বলেন, সমাবেশের কর্মসূচি কেন্দ্র করে সংঘাত উসকে দিচ্ছে আওয়ামী লীগ।

অন্যদিকে, রাজবাড়ীতে দলীয় কমীসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দাবি, বিএনপির পাল্টা কোনো কর্মসূচি দেননি তারা। তবে বিএনপি সহিংসতা করলে কড়া জবাব দেবে আওয়ামী লীগ।

আন্দোলনের নামে বিএনপি ফাঁকা আওয়াজ দিচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আরো সংবাদ
-->