আজ - মঙ্গলবার, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৬ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ১২:১১

বিজয় দিবসে ১৫জন প্রতিবন্ধীর কান্ডারী হলেন চেয়ারম্যান আনিস!

মুনতাসির মামুন (যশোর): মহান বিজয় দিবস উপলক্ষে দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান ১৫ জন প্রতিবন্ধী কে হুইল চেয়ার বিতরন করেছেন। যশোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ সম্পাদক শাহিন চাকলাদারের সহায়তায় রোববার (১৬ ডিসেম্বর) দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদ চত্ত্বরে হুইল চেয়ারগুলি বিতরন করেন চেয়ারম্যান আনিসুর রহমান।

শিশু,মধ্য বয়সী এবং বৃদ্ধ সহ মোট ১৫ জন শারীরিক প্রতিবন্ধীদের কে বিজয় দিবসে এ চমকপ্রদ উপহার প্রদান করেন আনিস।
এ সময় সুবিধাবঞ্চিতদের চোখেমুখে ফুঁটে ওঠে হাঁসি- জলে টলমল চোখ নিয়ে কৃতজ্ঞতা জানান জেলা অাওয়ামীলীগ সম্পাদক শাহিন চাকলাদার ও চেয়ারম্যান আনিসুর রহমনের প্রতি।
এ সময় আরো উপস্থিত ছিলেন দেয়াড়া ইউপি আ’লীগ সভাপতি মুনসুর আলী, যুবলীগের সাংগাঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন,রেজাউল ইসলাম,ছাত্রলীগ আহ্বায়ক মানিক, ইউপি সদস্য গোলাম মোস্তাফা, সেলিম হোসেন,আমিরুদ্দিন,আব্দুল ওহাব প্রমুখ।

এর আগে গত বছরের বিজয় দিবসে ৫৩ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট উপহার দিয়েছিলেন আনিসুর রহমান।

আরো সংবাদ
-->