আজ - মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১০:৩৫

মটর সাইকেল উলটে গেলো পিয়াজ ব্যবসায়ীর প্রান।

যশোরে আসার পথে ঝিনাইদহের দুলালমুন্দিয়া নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে শফি মিয়া (৫৫) নামের এক পেয়াজ ব্যবসায়ী নিহত হয়েছেন।

গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনা ঘটে। নিহত শফি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হড়রা গ্রামের গোলাম সরওয়ারের ছেলে। আহত হয়েছেন মোহাম্মদ উলফাত (৪০) নামের আরও এক ব্যবসায়ী।

বারোবাজার হাইওয়ে থানার ওসি মহসীন হোসেন জানান, সকালে গ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে ওই দুই ব্যবসায়ী যশোর যাচ্ছিলো। পথে কালীগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া নামক স্থানে পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে দুইজন গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শফি মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত উলফাতকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো সংবাদ