আজ - বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১২:২১

মিরপুরে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে র্যাব, ভেতর বোমা বিস্ফোরণ!

ঢাকা, অফিস:  জঙ্গি আস্তানা সন্দেহে ঢাকার মিরপুরের মাজার রোডের একটি বাড়ি ঘিরে ফেলার পর সেখান থেকে র্যাব সদস্যদের দিকে বোমা ছোঁড়া হয়েছে।

মাজার রোডের পাশে বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণের ছয়তলা ওই বাড়িতে ‘দুর্ধর্ষ’ এক জঙ্গি অবস্থান করছে খবর পেয়ে সোমবার মধ্য রাতে সেটি ঘিরে ফেলা হয় বলে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছেন।

তিনি বলেন, “রাত ১টার দিকে ওই বাড়ি থেকে চারটি বোমা ছোঁড়া হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।”

ওই বাড়িতে অভিযান শুরুর প্রস্ততি চলছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।

এদিকে টাঙ্গাইলের এলেঙ্গায়ও জঙ্গি আস্তানা সন্দেহে র্যাব একটি বাড়ি ঘিরে রেখেছে বলে জানান তিনি।

মুফতি বলেন, সেখান থেকে কয়েকজনকে আটক করার পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের বাড়িটি ঘিরে ফেলা হয়।

“ওই বাড়ি থেকে ছোঁড়া বোমার মধ্যে পেট্রল বোমাও রয়েছে। সেখানে আরও উন্নত বিস্ফোরক পদার্থ থাকতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে।”

আরো সংবাদ