আজ - মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৪ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ২:৩৬

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর কাছে থেকে উদ্ধার হল বিজিবি সদস্যর লাশ!

খানজাহান আলী নিউজ: যেভাবে বর্বর মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর কাছে থেকে উদ্ধার হল বিজিবি নায়েক সুবেদার মো. মিজানুর রহমানের লাশ শনিবার সন্ধ্যা ৬ টায় দোছড়ি সীমান্তের ৫২ নং পিলার এলাকা দিয়ে কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. আলীর হাতে লাশ হস্তান্তর করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর একটি দল। এ সময় বিজিবি লাশ গ্রহণ করে বাংলাদেশের জাতীয় পতাকা মোড়ানো কফিনে ভরে নাইক্ষ্যংছড়ি বিজিবির ব্যাটালিয়ান হেডকোয়াটারের দিকে নিয়ে আসে। লাশ পাবার পর উপস্থিত বিজিবি সদস্যদের আহাজারিতে আকাশ ভারী হয়ে ওঠে।

আরো সংবাদ