আজ - মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৪ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:১৬

মৃত্যুর কোলে চড়ে চলে গেল ‘মুক্তামনি’

পারভেজ আলম, সাতক্ষীরা : অবশেষে বিরল রোগের কাছে হার মানলো সাতক্ষীরার শিশু মুক্তামনি। সকাল আটটার দিকে সাতক্ষীরার কামারবায়সা এলাকায় নিজ বাড়িতে মারা গেছে ১১ বছরের শিশুটি।

মুক্তামনির বাবা ইব্রাহিম হোসেন জানান, ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে, গত ২২ ডিসেম্বর তাকে বাড়িতে নেয়া হয়। তারপর থেকেই বেড়ে যায় অসুস্থতা। শিশুটির বিরল রোগে আক্রান্ত হাত থেকে, সবসময় রক্ত ঝরতো। তাই ড্রেসিং করাতে হতো প্রতিদিন।

জন্মের দেড় বছর পর থেকে মুক্তামনির হাতে টিউমারের মতো দেখা দেয়। পরে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার দায়িত্ব নেন।

গত ১১ জুলাই শিশুটিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরীক্ষা-নীরিক্ষা শেষে মুক্তামনি বিরল রোগে আক্রান্ত বলে জানান চিকিৎসকরা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত