আন্তর্জাতিক ডেস্ক।। করোনা ভাইরাস মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলো এক সাথে কাজ করতে চায়। আর এই কাজের জন্য সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানরা ভিডিও কনফারেন্সে মিলিত হতে পারেন।
ভারত এই উদ্যোগ নিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা আজ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য দেশগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ এই আগ্রহের কথা জানান। বাংলাদেশ এতে সম্মত হয়েছে বলে জানা গেছে।
তবে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং পাকিস্তানসহ অন্যান্য দেশগুলো এই ভিডিও কনফারেন্সে আগ্রহী হলেও তারা একটি সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে চায়।
এই সমন্বিত পদক্ষেপের নেতা হিসেবে তারা নরেন্দ্র মোদি নয়, বরং শেখ হাসিনাকেই পছন্দ করছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থায় যে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবাসহ স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সূচকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশ এখন সবচেয়ে এগিয়ে আছে।
বিশেষ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও শ্রীলঙ্কা এবং ভূটানের পক্ষ থেকে জানানো হয়েছে। এই প্রেক্ষিতে সার্কভুক্ত দেশের সরকারপ্রধানদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি সমন্বয় সেল হতে পারে বলে কূটনীতিক সূত্রে আভাস পাওয়া গেছে। সেই সমন্বয় সেলের মূল সমন্বয়ক হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব পেতে যাচ্ছেন বলেও কূটনীতিক সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে।