আজ - মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ১১:২৬

যশোরের বসুন্দিয়ায় বাচ্চা সহ গাভী জবাই! উত্তেজনা।

বসুন্দিয়া,যশোর প্রতিনিধি : আজ শনিবার ভোরে যশোরের বসুন্দিয়া মোড় বাজারে শফিয়ার রহমান নামে এক মাংস বিক্রেতা বাচ্চা সহ একটি গাভী গরু জবেহ করেছেন।

এসময়, বাজারের দোকাদার শেখ ইমরুল এবং বাজারের আড়ৎদার সৈয়দ হোসেন আলী সহ বাজারের লোকজন দেখে ফেললে উত্তেজনার সৃষ্টি হয় এবং গণধোলাই দিতে উদ্দত হলে মাংস ফেলে পালিয়ে যান কসাই শফিয়ার ওরফে সুফি কসাই।

জবেহ করা গাভী।

একপর্যায়ে, বসুন্দিয়া মোড় বাজার কমিটি’র নেতৃবৃন্দ, বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের আইসি হায়াৎ মাহমুদ এবং উপজেলা স্যানেটারী অফিসার পার্থ প্রতিম, সাংবাদিকবৃন্দ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে শফিয়ার রহমান বলেন, সে আরেক মাংস ব্যবসায়ী অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতি গ্রামের গরু ব্যবসায়ী ইমামুলের নিকট থেকে গরুটি ক্রয় করেছেন, গাভীটির পেটে বাচ্চা আছে সেটা তিনি জানতেন না।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত