প্রকাশিত : » ২০ অক্টোবর ২০১৭, সময়: » ৭:৩০ পূর্বাহ্ণ, পঠিত: » 5899 views
যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের মালঞ্চি গ্রামে অজ্ঞাত এক কিশোরির গলাকাঁটা লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে কেউ এ হত্যকান্ড ঘটিয়ে রাস্তার উপর লাশটি ফেলে গেছে বলে জানান স্থানীয় বাসিন্দা খাইরুল বাশার।
তবে কে বা কারা হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি। হত্যাকান্ডের শিকার তরুনির ও কোন পরিচয় পাওয়া যায়নি বলে যানান তিনি। সারা রাত লাশটি পড়ে থাকার পর শুক্রবার বেলা ১২টার দিকে কোতয়ালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেন। এ ব্যাপারে পুলিশের সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা রুহুল আমিন এর সাথে কথা বললে তিনি খানজাহান আলী24.com কে বলেন লাশটির গলা কেটে হত্যা করা হয়েছে। ধর্ষন বা হত্যা পরবর্তী গলাকাঁটা কিনা তা এখনই বলা সম্ভব নই তবে ময়নাতদন্তের পর সঠিক ঘটনাটি জানা যাবে।